ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

 ছোট ক্যারিয়ারে যত উত্থান–পতন দেখেছি, কেউ দেখেনি: জোভান

 ছোট ক্যারিয়ারে যত উত্থান–পতন দেখেছি, কেউ দেখেনি: জোভান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর পর নাটকে তার সাবলীল অভিনয়ই তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-র মাধ্যমে টেলিভিশন জগতে যাত্রা শুরু করা এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের চড়াই–উতরাই নিয়ে অকপটভাবে কথা বলেছেন।

জোভানের ভাষায়, “আমার মতো এত বেশি উত্থান–পতন কেউ হয়তো দেখেনি। খুব ছোট ক্যারিয়ার থাকার পরও আমি অনেক ওঠা–নামার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।”

১২ বছরের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “আমার নাটকের ক্যারিয়ার ১২ বছর পার করে গেছে। এত উত্থান–পতনের পরও দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি—এটা আল্লাহর বড় রহমত।”

উল্লেখ্য, জোভান ২০১১ সালে প্রাণ কোম্পানির এক টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০১৩ সালে আতিক জামানের ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-র মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক ঘটে। তারপর থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি, এবং প্রতি বছরই দর্শকের ভালোবাসা পাচ্ছেন নতুনভাবে।

জোভান,উত্থান–পতন,ক্যারিয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত